নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন। এই ব্যাপারে কথা বলতে গিয়ে ট্রাম্প বিশ্ব নেতাদের বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ট্রাম্প স্পষ্ট বলেন, "আমি মনে করি, ইউক্রেনের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, যদি আমরা বুদ্ধিমান হই।"
/anm-bengali/media/media_files/2025/02/19/P1gUwlvavgWOaZqdrSmK.jpg)
তিনি আরও বলেন, "যদি আমরা বুদ্ধিমান না হই, তবে যুদ্ধ অব্যাহত থাকবে, যা আমরা চাই না।" ট্রাম্প সতর্ক করে বলেন, "এটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে।"
/anm-bengali/media/media_files/2025/01/23/krkTl838bklizoLxQfAK.webp)
উল্লেখ্য, এদিন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হওয়া একটি ফোনালাপের কথা জানিয়েছেন। ট্রাম্প জানান,পুতিন ইউক্রেনের সাথে যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন।