নিজস্ব সংবাদদাতা: শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে চিন, মেক্সিকো ও কানাডার উপর রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর ঘোষণা করলেও, কার্যকর হওয়ার একদিনের মধ্যেই কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার কথা জানালেন তিনি।
বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেন, ২ এপ্রিল পর্যন্ত এই দুই দেশের উপর সমানুপাতিক হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে না। তবে হঠাৎ এই নীতিগত পরিবর্তনের কারণ স্পষ্ট করেননি তিনি।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ শেয়ারবাজারের অস্থিরতা। কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর পর থেকেই মার্কিন স্টক মার্কেটে প্রবল অস্থিরতা দেখা দেয়। শেয়ারমূল্য ব্যাপকভাবে পড়ে যায়, যা অর্থনীতিবিদদেরও দুশ্চিন্তায় ফেলে দেয়। তাদের আশঙ্কা, এই শুল্ক নীতি একদিকে আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে, অন্যদিকে মূল্যবৃদ্ধির চাপও বাড়িয়ে দেবে।
ট্রাম্পের এই সাময়িক স্থগিতাদেশ মার্কিন বাজারে স্থিতিশীলতা ফেরাবে কি না, তা নিয়ে বিশ্লেষকরা এখনও সন্দিহান। তবে আসন্ন দিনগুলিতে বিষয়টি নজরে রাখছে বিশ্ব অর্থনীতি।
/anm-bengali/media/media_files/2025/03/05/1000165797-686021.webp)