নিজস্ব সংবাদদাতা : আসন্ন রাষ্ট্রপতি শপথ গ্রহণের প্রথম দিনেই, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০টিরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা করছেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এসব নির্বাহী আদেশে সীমান্ত নিরাপত্তা, নির্বাসন, জ্বালানি, লিঙ্গ নীতি এবং টিকাদানসহ গুরুত্বপূর্ণ ইস্যু অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া, ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করারও পরিকল্পনা করছে। এই পদক্ষেপের মাধ্যমে তিনি তার প্রশাসনিক উদ্দেশ্যগুলো দ্রুত বাস্তবায়ন করতে চান, বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি নিয়ে।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।