ভারতীয়দের পায়ে কড়া, শিকল বেঁধে ফেরত পাঠালো ট্রাম্প! ঘটনায় চুপ মোদি সরকার

আমেরিকায় ট্রাম্প প্রশাসন যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে হাতে, পায়ে কড়া এবং শিকল বেঁধে ভারতীয়দের ফিরত পাঠিয়েছে এই ঘটনায় দেশের মোদি সরকারের আশ্চর্য ও লজ্জাজনকভাবে নীরব।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Modi and Trump

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় ট্রাম্প প্রশাসন যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে হাতে - পায়ে কড়া এবং শিকল বেঁধে ভারতীয়দের ফিরত পাঠিয়েছে এই ঘটনায় দেশের মোদি সরকারের আশ্চর্য ও লজ্জাজনক ভাবে নীরব। প্রতিবাদে কলকাতার আমেরিকান দূতাবাসের সামনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

 

আমরা মনে করি যেভাবে হাতে- পায়ে কড়া এবং শিকল পরিয়ে ভারতীয়দের ফিরত পাঠানো হয়েছে তাতে মানবিকতা লঙ্ঘিত হওয়ার পাশাপাশি সামগ্রিক ভাবে দেশের অপমান হয়েছে। অথচ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রোটোকলের বাইরে গিয়ে ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছেন সেই নরেন্দ্র মোদি এই লজ্জাজনক এবং মানবধিকার লঙ্ঘনকারী ঘটনার পরে একেবারে নিশ্চুপ কেন? 

 

যেখানে কলম্বিয়ার মতো দেশ আমেরিকার মুখের ওপর জানিয়ে দিতে পারে যে, তাঁরা তাঁদের দেশের নাগরিকদের জাহাজ পাঠিয়ে নিজেরাই ফিরিয়ে আনবেন, সেখানে এই চরম বর্বর এবং মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনার পরেও ভারতের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী কিম্বা বিদেশ মন্ত্রক - কোন পক্ষ থেকেই একটা প্রতিবাদ যে হলো না কেবল তা নয়, আমেরিকার সঙ্গে কোনো রকম কূটনৈতিক দৌত্যও এখনো পর্যন্ত চালানো হলো না। মোদি সরকারের এই আমেরিকা - ভীতির কারণ কী?বিজেপি বারম্বার পরিযায়ী শ্রমিকদের কথা বলে। কিন্তু আমেরিকা থেকে যাদের ফিরত পাঠানো হয়েছে তাদের অধিকাংশ মানুষই বিজেপি শাসিত গুজরাট রাজ্যের মানুষ। 

 

একথা আজ আবার প্রমাণিত হলো দেশে কংগ্রেসের সরকার না থাকলে দেশের সম্মান বারবার নষ্ট হয়, আর যিনি স্বঘোষিত 'বিশ্বগুরু'' তাঁর আমলে নীরব দর্শক হয়ে দেশের অপমান সহ্য করতে হয় আমাদের।