নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত আমেরিকান পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাতে রাজি হয়েছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, "ভারত আমাদের ওপর অত্যধিক শুল্ক আরোপ করে, ফলে ভারতে আমাদের পণ্য বিক্রি করা কঠিন হয়ে পড়ে। তবে তারা এখন শুল্ক কমাতে চায়।"
ট্রাম্প দীর্ঘদিন ধরেই আমেরিকান পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জন্য ভারতসহ বিভিন্ন দেশের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকোসহ একাধিক দেশ বছরের পর বছর ধরে আমেরিকার ওপর তুলনামূলকভাবে বেশি শুল্ক আরোপ করে নিজেদের সুবিধা নিয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, কানাডা আমেরিকান দুগ্ধজাত পণ্যের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ২ এপ্রিল থেকে ভারতসহ বিভিন্ন দেশের ওপর 'রেসিপ্রোকাল ট্যারিফ' বা সমপরিমাণ শুল্ক আরোপ করা হবে। এর আগে ফেব্রুয়ারিতে তিনি কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্তের কথা জানান।
/anm-bengali/media/media_files/2025/02/22/BeMzKwzTRYYMv361OGJk.jpg)
এদিকে, ভারত পারস্পরিক শুল্ক আরোপের পরিবর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (Bilateral Trade Agreement - BTA) করার ওপর গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে ভারত-আমেরিকা উভয় দেশই ইতোমধ্যে আলোচনা শুরু করেছে। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মার্কিন সফরে লাভজনক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিশ্লেষকদের মতে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত আলোচনার ফলাফল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। এখন দেখার বিষয়, বাণিজ্য চুক্তির আলোচনায় কতটা ইতিবাচক অগ্রগতি হয়।