ট্রাম্পের নতুন চ্যালেঞ্জ : আমেরিকা আবার শক্তি উৎপাদন করবে
ডোনাল্ড ট্রাম্প পরিবেশবাদীদের চরমপন্থী নীতি ও চীনের মতো দেশগুলোর তুলনায় আমেরিকার শক্তি উৎপাদনে পিছিয়ে থাকার অভিযোগ তুলে, তার প্রশাসনকে অবিলম্বে শক্তি উৎপাদন শুরু করার অনুমোদন দিয়েছেন।
নিজস্ব সংবাদদাতা : ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বলেন, "কয়েক বছর ধরে পরিবেশবাদী চরমপন্থী, র্যাডিকেল এবং গুণ্ডাদের কারণে আমেরিকা শক্তি উৎপাদনে বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে, অন্যান্য দেশ, বিশেষ করে চীন, শত শত কয়লা বিদ্যুৎ কেন্দ্র খুলে আমাদের থেকে অর্থনৈতিক সুবিধা লাভ করছে।"
ফাইল চিত্র
তিনি আরো বলেন, "এই পরিস্থিতি পরিবর্তন করতে, আমি আমার প্রশাসনকে অবিলম্বে শক্তি উৎপাদন শুরু করার অনুমোদন দিচ্ছি।" ট্রাম্পের এই মন্তব্য পরিবেশ ও শক্তি নীতির বিষয়ে তার কঠোর অবস্থানকে তুলে ধরে।