নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনকার বন্ধুত্ব তাঁদের। অন্তত মোদি যবে থেকে দায়িত্ব সামলাচ্ছেন তবে থেকেই বন্ধু তারা। দুটি ভিন্ন দেশ, কিন্তু বন্ধুত্ব ছিল চির খাঁটি। তবে আজ সেই সব শেষ। খানিকটা সাংবাদিক সম্মেলন করেই সেই বিষয়টি জানিয়ে দিলেন জাস্টিন ট্রুডো।
এদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, “ভারত সরকার এই সপ্তাহে যে পদক্ষেপ নিয়েছে তা নিজেই আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারত সরকার একতরফা ভাবে ভারতে থাকা ৪০ জন কানাডিয়ান কূটনীতিকের কূটনৈতিক অনাক্রম্যতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এটি এমন একটি বিষয় যা বিশ্বের সমস্ত দেশের উদ্বিগ্ন হওয়া উচিত এবং একই সাথে কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার সাথে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে ভারত বুঝিয়ে দিল এই ঘটনা তাদেরই ছিল”।