নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন-চীন সম্পর্কের অবনতি ঘটাতে বাইডেন প্রশাসনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন।
ইয়েলেন বলেন, 'ভূ-রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে টানাপোড়েন সত্ত্বেও দুই দেশ একসঙ্গে বসবাসের উপায় খুঁজে বের করতে পারে এবং প্রয়োজন।'
জানা গিয়েছে, ইয়েলেন এই সপ্তাহে চীনা কর্মকর্তা, চীনে ব্যবসা করা মার্কিন কোম্পানি এবং চীনা জনগণের সঙ্গে বৈঠক করবেন এবং ৯ জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
সূত্রে খবর, ইয়েলেনের সফরের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগের পরিধি আরও গভীর ও বৃদ্ধি করা।