নিজস্ব সংবাদদাতাঃ ১৯১২ সালে সাউদামপ্টন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে হিমশৈলর সঙ্গে ধাক্কায় ডুবে যাওয়া বিশাল বড় জাহাজ 'টাইটানিক'-এর ধ্বংসাবশেষ এখন দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরের গভীরে। টাইটানিক দেখার টানে দুনিয়ার বহু পর্যটক আটলান্টিক মহাসাগরের অতল গভীরে যান সাবমেরিন বা ডুবজাহাজে চড়ে। তেমন এক পর্যটকবাহী সাবমেরিন নিখোঁজ হয়ে গেল সোমবার। তবে সাবমেরিনে কতজন পর্যটক ছিলেন তা এখনও জানা যায়নি। এই সাবমেরিনের পর্যটকরা মোটা অর্থ খরচ করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। ছোট্ট সাবমেরিনটির খোঁজে নামানো হয়েছে সেনা।
সূত্রে খবর, সাবমেরিনটির সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। মোট আট ঘণ্টায় টাইটানিক দেখে পর্যটকদের নিয়ে ভেসে ওঠে সাবমেরিন। কিন্তু সাবমেরিনটি দশ ঘণ্টার বেশি সময় আটলান্টিক মহাসাগরে ডুবেছে।
উল্লেখ্য, দশ হাজার ডলার খরচ হয় এই সফরে।