নিজস্ব সংবাদদাতা: হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচারে একের পর এক অভিযোগ আসছে বাংলাদেশ থেকে। অভিযোগ উঠছে, বাংলাদেশে একাধিক জায়গায় কাজ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে সংখ্যালঘুদের। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভয়ঙ্কর রূপ সামনে এল। এক হিন্দু শিক্ষিকাকে বার বার কাজ ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তারপরেও সেই শিক্ষিকা কাজ না ছাড়ায়, তাঁর ওপর নির্যাতন করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে। ওই শিক্ষিকা অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করা হয়েছে,নির্যাতিতা ওই শিক্ষিকার নাম শিখা রানি রায়। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের একটি সরকারি স্কুলে সহশিক্ষিকা। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। ওই স্কুলের প্রধান শিক্ষক বার বার শিক্ষিকাকে পদত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করে। পদত্যাগ না করায় ওই শিক্ষিকাকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। এর পর এলাকার উন্মত্ত ইসলামিক চরমপন্থী দুষ্কৃতীরা তাঁকে ধাক্কা দিতে দিতে এলাকা থেকে বার করে দেয় বলে অভিযোগ উঠেছে। হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন সরকারি জায়গা থেকে পদত্যাগ করতে বাধ্য করানো হচ্ছে। এই ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন আদতে হিন্দুদের উৎখাতের জন্যই হয়েছিল বলে বাংলাদেশের সংখ্যালঘুরা বর্তমানে মনে করছেন।