নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। জনমত জরিপে পিছিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই মুহূর্তে আলোচ্যসূচির শীর্ষে থাকায় যুক্তরাজ্যের কনজারভেটিভরা খুব বেশি উদ্বিগ্ন নয়। লন্ডন থেকে টেলিফোনে টোরি এমপি লর্ড রামিন্দার রেঞ্জার বলেন, কনজারভেটিভরা তাদের মিত্রদের সহায়তায় ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পর রাজনীতিতে মনোনিবেশ করবে। "আমরা সবাই এই মুহূর্তে যুদ্ধ সম্পর্কে উদ্বিগ্ন। বর্তমানে আমাদের পুরো মনোযোগ আন্তর্জাতিক কূটনীতির দিকে রয়েছে।”
জনমত জরিপে টোরিরা লেবার পার্টির চেয়ে অনেক পিছিয়ে আছে বলে স্বীকার করেন তিনি। তিনি বলেন, “আমরা পরবর্তী পর্যায়ে ঘরোয়া প্রচারণায় মনোনিবেশ করব। টোরিদের কাছ থেকে ডাউনিং স্ট্রিটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে লেবার পার্টি ২০২৫ সালে সমন্বিতভাবে নির্বাচন করবে।”