নিজস্ব সংবাদদাতা: যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হতেই নতুন করে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। শনিবার রাতভর দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো বিমান হামলায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের শীর্ষ নেতা ও প্যালেস্টাইন সংসদের সদস্য সালাহ আল-বারদাউইল এবং তাঁর স্ত্রী। জানা গেছে, হামলার সময় তাঁরা তাঁবুর মধ্যে ঘুমিয়ে ছিলেন।
দক্ষিণ গাজার দুটি হাসপাতাল জানিয়েছে, হামলার পর সারারাত ধরে ১৯টি মরদেহ তাদের কাছে আনা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে ওই তালিকায় হামাস নেতা বারদাউইল ও তাঁর স্ত্রীর নাম উল্লেখ নেই।
/anm-bengali/media/media_files/2024/12/30/1000135259.jpg)
এই হামলার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "আমাদের মূল লক্ষ্য গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করা। যতক্ষণ পর্যন্ত ইজরায়েলি পণবন্দিরা গাজায় আটকে থাকবেন, ততক্ষণ আমরা কোনও দয়া দেখাব না।"
এর আগে, হামাসের সঙ্গে দুই মাসের জন্য সংঘর্ষবিরতি চুক্তি করেছিল ইজরায়েল, যা সম্প্রতি শেষ হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হতেই গাজায় নতুন করে শুরু হয় তীব্র হামলা। গত মঙ্গলবার চালানো এক বিমান হামলায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই শিশু ও নারী।
ইজরায়েল দাবি করেছে, এই হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় হামাস নেতার মৃত্যু হয়েছে। তবে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নতুন করে শুরু হওয়া এই সংঘাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।