যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের 'বাসে' গাজায় পাঠানোর হুমকি

বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর হাতে দুই কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরের নাবলুস ও রামাল্লায় ইসরায়েলি বাহিনী অন্তত পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

author-image
Adrita
New Update
f

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের পুলিশ প্রধান, কোবি শাবতাই বলেছেন যে ' ইসরায়েলে গাজার সমর্থনে বিক্ষোভের জন্য "জিরো টলারেন্স" হবে। অবরোধ করা ফিলিস্তিনি ছিটমহলে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের পাঠানোর হুমকি দেওয়া হবে যে ইসরাইল প্রায় দুই সপ্তাহ ধরে প্রতিদিন বোমাবর্ষণ করছে। ' 

hiring.jpg

তিনি আরও বলেছেন, " যে কেউ ইসরায়েলি নাগরিক হতে চায় তাকে স্বাগত জানাই। যে কেউ গাজার সাথে পরিচিত হতে চায় তাকেও স্বাগত জানাই। আমি তাকে এখন সেখানকার বাসে উঠিয়ে দেব। " 

 

hiring 2.jpeg