বাংলাদেশের রাজধানী ঢাকায় আবার হাজার হাজার শিক্ষার্থী ও জনতার ঢল

বাংলাদেশের রাজধানী ঢাকায় আবার কেনও হাজার হাজার শিক্ষার্থী ও জনতার ঢল?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d

প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার বিকেলে হাজার হাজার শিক্ষার্থী ও জনতার ঢল। গন্তব্য ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। তাদের অধিকাংশের হাতেই ছিল সবুজ জমিনে লাল সূর্যখচিত বিজয় নিশান। অনেকের মাথায়ও শোভা পাচ্ছিল প্রিয় পতাকা। বৃহস্পতিবার দুপুরের পর রাজু ভাস্কর্যের আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

d

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের একমাস পূর্তি ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী দেশ গড়ার দৃপ্ত প্রত্যয়ে ঢাকায় এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন লাখো ছাত্র-জনতা।

w

বিকাল সাড়ে তিনটার দিকে শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়। এর পর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ কর্মসূচি। এর আগে শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ জড়ো হন। তাদের অধিকাংশের হাতেই শোভা পাচ্ছিল লাল-সবুজ নিশান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে দলবেঁধে আসেন শিক্ষার্থীরা।

Adddd

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .