নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের হামলার জেরে গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজার ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে ১৪ বছর সময় লাগবে। একটি রিপোর্টে জানা গিয়েছে, গাজায় কমপক্ষে ১৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে। জানা গিয়েছে ১৭ হাজার শিশু অনাথ হয়ে গেছে। রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে জানা গিয়েছে, গাজায় ৯০ শতাংশ মানুষ বাস্তু হারা। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।