ব্রেকিংঃ ১৭০০ ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেবে চেক প্রজাতন্ত্র! জানা গেল বড় খবর

২০২৪ সালে ১৭০০ ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেবে চেক প্রজাতন্ত্র। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
ukraine armyy1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালে চেক প্রজাতন্ত্রে ১,৭০০ ইউক্রেনীয় সামরিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে, চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা ১৬ জুলাই প্রাগে তার ইউক্রেনীয় সমকক্ষ ডেনিস শ্যামিহালের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন। 

ukrain army111.JPG

ফিয়ালা জানিয়েছেন, “আমরা উৎপাদন স্থানান্তরের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছি, এটি ছোট অস্ত্রের একটি লাইন। আমরা এখানে ইউক্রেনীয় সামরিক বাহিনীর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সম্পর্কে কথা বলছি। এ বছর তা হবে ১ হাজার ৭০০ জনের।

চেক প্রজাতন্ত্রে এরই মধ্যে ইউক্রেনের ৬ হাজার সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফিয়ালার মতে, এটি দেশগুলির মধ্যে সফল সহযোগিতা প্রদর্শন করে। 

Adddd