এবার ফোন ও ল্যাপটপের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ

বিক্ষোভ ছড়িয়ে পড়ার পেছনে কোনও উস্কানিমূলক কাজ হচ্ছে কিনা, তা খুঁজে বার করতে গুপ্তচরবৃত্তি শুরু করছে ফরাসি পুলিশ।

author-image
Ritika Das
New Update
france protest.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সে থামছে না বিক্ষোভ। তাই এবার বিক্ষোভকারীদের দমন করতে গুপ্তচরবৃত্তি শুরু করছে ফ্রান্সের পুলিশ। যাদের উপর সন্দেহ হচ্ছে, তাদের উপর নজর রাখতে তাদের ফোন এবং অন্যান্য ডিভাইসগুলিকে কাজে লাগাচ্ছে। ফোনের জিপিএস বা মাইক্রোফোনের সাহায্যে সন্দেহভাজনদের উপর নজর রাখছে পুলিশ। 

সন্দেহজনক ব্যক্তি কী ল্যাপটপ ব্যবহার করছেন, কিংবা কোন গাড়িতে উঠছেন, সেগুলি তো দেখা হবেই। এর পাশাপাশি তাদের ফোনের মাধ্যমেও নজর রাখতে পারবে পুলিশ। এই ডিভাইসগুলোর মাধ্যমে কথোপকথন রেকর্ড করা, বা ভিডিও রেকর্ড করে নিতে পারবে পুলিশ। ফোন ব্যবহার করে কেউ বিক্ষোভকারীদের উস্কানি দিচ্ছে কিনা, তা জানতে এই পদক্ষেপ নিয়েছে সে দেশের প্রশাসন।