নিজস্ব সংবাদদাতা: শত্রুরা ডিনিপ্রোভস্কি জেলায় আক্রমণ করেছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি লাইসাক এই বিষয়ে বলেছেন।
/anm-bengali/media/media_files/N8ZckpxUhpBh635KszmC.jpg)
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ এবং ৩৫ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের মাঝারি অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
d