নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুক্রবার দিবাগত রাত সোয়া ৯ টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব শীল (২৮) কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি কর সন্ত্রাসীরা। তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। নিহতের মাথায় গুলি লেগেছে। অর্ণব খুলনা নগরীর বানরগাতি এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন শীলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনের মো. এহসান হাবিব।