নিজস্ব সংবাদদাতাঃ বয়স মাত্র ১৩ বছর। তবে এইটুকু বয়সেই সে হয়ে উঠেছে এক 'সেনসেশন'। ফিলিস্তিনি এক বছর ১৩ এর বালক ফটোগ্রাফার ওসামা আবদিন। পেশায় সে এক ফটোগ্রাফার। বয়স কম হলেও গাজা-প্যালেস্তাইন যুদ্ধের যে ভয়াবহতা তা উঠে এসেছে এই ওসামার লেন্সে। ভবিষ্যতে সে একজন পেশাদার ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখে।
প্রথম প্রথম সে একটি মোবাইল ডিভাইস ব্যবহার করে তার প্রথম শট নিতে শুরু করেন। এরপর ওসামার বাবা তাকে একটি প্রো ক্যামেরা কিনে দেন। ওসামা সাংবাদিকদের জানিয়েছে যে এই হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা নমুনা সংগ্রহ করে রাখতে চায় সে।
সে আরও জানায় যে সে ফিলিস্তিনি নেতাদের, বিশেষ করে হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চিফ ডঃ ইসমাইল হানিয়াহ এবং আল-কাসাম ব্রিগেডের মুখোশধারী মুখপাত্র আবু ওবাইদার ছবি তুলতে চান।