'Operation Kaveri': সুদান ছাড়ল ভারতীয়দের তৃতীয় দল

ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় সি-১৩০জে বিমানে (IAF C-130J aircraft) আটকে পড়া আরও ১৩৫ জন ভারতীয়ের তৃতীয় ব্যাচ বুধবার যুদ্ধবিধ্বস্ত সুদান ত্যাগ করেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ভনভফচ

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় সি-১৩০জে বিমানে আটকে পড়া আরও ১৩৫ জন ভারতীয়ের তৃতীয় ব্যাচ বুধবার যুদ্ধবিধ্বস্ত সুদান ত্যাগ করেছে। এদিকে, বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বুধবার জেদ্দা বিমানবন্দরে প্রথম আইএএফ সি-১৩০জে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ১৪৮ জন ভারতীয়ের দ্বিতীয় ব্যাচকে অভ্যর্থনা জানান। বিদেশমন্ত্রক জানিয়েছে, "অপারেশন কাবেরী পুরোদমে চলছে। আইএএফের দ্বিতীয় সি-১৩০জে ফ্লাইটটি আরও ১৩৫ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে বন্দর সুদান ত্যাগ করে। 'অপারেশন কাভেরি'র আওতায় এটি তৃতীয় ব্যাচের উদ্বাস্তু।"  বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেন, 'অপারেশন কাবেরীর আওতায় ১৪৮ জন ভারতীয়কে নিয়ে বন্দর সুদান থেকে প্রথম সি-১৩০জে বিমান জেদ্দায় অবতরণ করেছে।'