হংকংয়ের বিলাসবহুল জীবনের ভেতরে রয়েছে নির্মম সত্য়! প্রকাশ্যে আসতেই আঁতকে উঠছেন সকলে

বিলাসবহুল জীবনের জন্যই হংকং বেশি পরিচিত। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে অন্ধকার জীবনের কথা প্রকাশ্যে উঠে এসেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hongkong 123

নিজস্ব সংবাদদাতা: বিলাসবহুল জীবনের জন্যই হংকং বেশি পরিচিত। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে অন্ধকার জীবনের কথা প্রকাশ্যে উঠে এসেছে। সেটাতেই আঁতকে উঠেছে সকলে। হংকং-এর ক্রমবর্ধমান জনসংখ্যা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে স্থানীয় বাসিন্দাদের বহু সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য জনসংখ্যার একটি অংশকে 'কফিন হোম' নামে পরিচিত অকল্পনীয়ভাবে ছোট বাসস্থানে বাধ্য করা হয়েছে। ১৫ বর্গফুটের জায়গায় হংকংয়ের বাসিন্দাদের একাংশকে বাধ্য় করা হয়েছে। কানাডিয়ান ফটোগ্রাফার বেনি ল্যাম তার ট্র্যাপড শিরোনামের ডকুমেন্টারির মাধ্যমে এই বিষয়টির প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছেন। 

coffin home edit

 tamacha4.jpeg