নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসবাদকে 'মানবতার শত্রু' বলে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে এটির মোকাবিলায় কোনও 'যদি', 'কিন্তু'র মতো বিষয় থাকতে পারে না। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, 'সন্ত্রাসবাদ মানবতার শত্রু এবং এর মোকাবিলা করার ক্ষেত্রে কোনো অপকারিতা থাকতে পারে না। সন্ত্রাসের পৃষ্ঠপোষণকারী শক্তিকে আমাদের অবশ্যই পরাস্ত করতে হবে'। বর্তমান যুগ যুদ্ধের নয়, সংলাপ ও কূটনীতির বলে নিশ্চিত করে প্রধানমন্ত্রী বলেন, 'রক্তপাত ও মানুষের দুর্ভোগ বন্ধ করতে আমাদের সবাইকে যা করার তাই করতে হবে'। '৯/১১- এর পরে দুই দশকেরও বেশি সময় এবং মুম্বইতে ২৬/১১- এর পরে এক দশকেরও বেশি সময় পরেও মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এখনও সমগ্র বিশ্বের জন্য বিপদ হয়ে রয়ে গেছে। এই মতাদর্শগুলি নতুন পরিচয় এবং রূপ ধারণ করে তবে তাদের উদ্দেশ্য একই', বললেন প্রধানমন্ত্রী মোদী।