নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর একের পর এক অত্যাচার শুরু হয়েছে। অভিযোগ আগের থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে। দুর্গা পুজোর সময় বাংলাদেশে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। । তবে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান আশ্বস্ত করেছিলেন পুজোয় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তারপরেও বাংলাদেশে দুর্গা পুজোকে লক্ষ্য করে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
বাংলাদেশ পুলিশের আইজিপি মহম্মদ ময়নুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন। সেই সময় তিনি বলেন, বাংলাদেশে দুর্গা পুজোকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। । তিনি জানান, এবছর সারা দেশে ৩২ হাজারের বেশি পুজো মণ্ডপে দুর্গাপুজো হচ্ছে। চলতি মাসের শুরু থেকে শুক্রবার পর্যন্ত দেশে দুর্গাপুজোয় ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।৩৫টি ঘটনার মধ্যে ১১টি ঘটনায় এফআইআর করা হয়েছে এবং ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে ছিল চারটি চুরির ঘটনা, বাকিগুলি সামান্য ভাঙচুর। এর সঙ্গে যুক্ত সন্দেহে ইতিমধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
1