বিরাট ব্রেকিং : হয়ে গেলো রাজধানী দখল

সিরিয়ার বিদ্রোহীরা দাবি করেছে তারা দামেস্ক দখল করেছে এবং বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এর নেতৃত্বে সিরিয়ার সরকারের পতন হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Syria

নিজস্ব সংবাদদাতা : সিরিয়ার বিদ্রোহীরা দাবি করেছে, তারা রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে পালিয়ে গেছেন। তবে তাঁর গন্তব্য এখনও অজানা। বিদ্রোহী গোষ্ঠী তাদের এক টেলিভিশন ঘোষণায় জানায়, "স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করা হয়েছে" এবং "সব সিরিয়ানদের জন্য মুক্ত ও স্বাধীন সিরিয়া দীর্ঘজীবী হোক"।

publive-image

বিদ্রোহী গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মেদ আল-জাওলানির নেতৃত্বে গত নভেম্বরের শেষের দিকে আলেপ্পো শহর দখল করা হয়। এরপর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সিরিয়ার সরকার পতনের পথে চলে আসে। একাধিক প্রতিবেদনে জানা গেছে, সিরিয়ার সামরিক বাহিনীর সদস্যরা তাদের পদ থেকে সরে গেছেন বা বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন।

publive-image

প্রাথমিক হামলার নেতৃত্ব দেয় ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস), যারা সিরিয়ার সংকটে এক দীর্ঘ সময় ধরে জড়িত। উল্লেখ্য, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্কসহ বেশ কিছু দেশ এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।