নিজস্ব সংবাদদাতা : নেপালে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু মিছিল। ফের আরো একবার কাঁপলো দেশের মাটি। ঠিক কি ঘটেছিল? অভিজ্ঞতার কথা জানালেন এক বাসিন্দা। তিনি বলেন, "রাত ১২টার দিকে আমরা ভূমিকম্প অনুভব করি। আমরা নিচে নেমে আসি। একটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে এবং ৩-৪ জন আহত হয়। আমরা তাদের বাঁচাতে সেখানে গিয়েছিলাম। এই সময় আমার হাতে আঘাত লাগে। আমরা খুব চাপে আছি। প্রায় ৫০০-৬০০ মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহলও এখানে এসেছিলেন। ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অনেকে আহত।"