অচল হয়ে পড়েছে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা

চরম ভোগান্তিতে বাংলাদেশের নাগরিকরা।

author-image
Adrita
New Update
আ

নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশঃ বাংলাদেশে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এতে অচল হয়ে পড়েছে সারা বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিনগত রাত ১২টা পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে উঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রানিং স্টাফের মধ্যে রয়েছে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

এদিকে মঙ্গলবার ভোর থেকেই ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে আসা যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। তাদের দাবি, আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হত না। তবে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তির ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, রেল বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করা দুঃখজনক। স্টাফদের দাবিগুলো যৌক্তিক হলে তা নিয়ে আলোচনা করা যাবে। রেল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।