মোদীর সঙ্গে বৈঠক ইতিবাচক! প্রশংসায় পঞ্চমুখ ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মোদীর সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
ukraine president .jpg

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নিউইয়র্কে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এক মাসের মধ্যে তাঁদের দ্বিতীয় বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধানের লক্ষ্যে  পুণরায় আলোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর তিন দিনের সফরের সময়, মোদী শনিবার উইলমিংটনে কোয়াড লিডারস সামিট সহ একাধিক উচ্চ-প্রোফাইল ইভেন্টে অংশগ্রহণ ছিলেন। রবিবার, তিনি লং আইল্যান্ডে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের একটি বৃহৎ সমাবেশে ভাষণ দেন। এরপর সোমবার রাষ্ট্রসংঘের  শীর্ষ সম্মেলনে তার বক্তৃতা দেন।

Modi

এছাড়াও, মোদি তিন দিন ধরে বেশ কয়েকটি বিশ্ব নেতার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। এর আগে, তিনি রাষ্ট্রপতি জেলেনস্কির আমন্ত্রণে ইউক্রেনে একটি ঐতিহাসিক সফর করেছিলেন, যা ১৯৯২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যান।  রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের মাঝে এই দুই রাষ্ট্রনেতা বৈঠক করেন। এই প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, খুব ভালো বৈঠক হয়েছে।  ইউক্রেনের পরিস্থিতি আলোচনার পাশাপাশি কীভাবে শান্তিপূর্ণভাবে এর সমাধান করা যায়, সেই বিষয়েও আলোচনা করা হয়।  মোদী নিজের এক্স হ্যান্ডেলে বলেন,  ইউক্রেনের সমস্যা দ্রুত সমাধান করতে ভারত সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।  রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্যা শান্তিপূর্ণভাবে দ্রুত সমাধানের কথা বলেন।  সম্ভবত, তিন মাসের ব্যবধানে এই দুই নেতার তৃতীয় বৈঠক। 

 tamacha4.jpeg