এবার রাষ্ট্রপতি হচ্ছেন একজন নোবেলজয়ী! আত্মহারা দেশবাসী

রবিবার মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্লডিয়া শিনবাউম। তিনি একজন পদার্থ বিজ্ঞানী। রাষ্ট্রসংঘের জলবায়ু বিজ্ঞানীদের প্যানেলের অংশ ছিলেন। পাশাপাশি তিনি মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
exico president.JPG

নিজস্ব সংবাদদাতা: রবিবার মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্লডিয়া শিনবাউম। তিনি একজন পদার্থ বিজ্ঞানী। রাষ্ট্রসংঘের জলবায়ু বিজ্ঞানীদের প্যানেলের অংশ ছিলেন।  পাশাপাশি তিনি মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট। শিনবাউম সোমবার সকালে একটি বক্তৃতায় বলেন, দেশে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনাই প্রথম কাজ। সমস্ত ভেদাভেদ মুছে মেক্সিকোর উন্নতির দিকে নজর রাখতে হবে বলে তিনি মনে করেন। 

 mwxico 123.JPG

 tamacha4.jpeg