নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল ক্রমাগত লেবাননের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যার জেরে হিজবুল্লাহের একাধিক ভবন সহ সাধারণ মানুষের বাসভবন ধ্বংস হতে শুরু করেছে। সিয়েরা লিওনিয়ান নামের এক মহিলা তাঁর তিন মাসের সন্তানকে নিয়ে কার্যত রাস্তায় আশ্রয় নিয়েছেন।
অস্থায়ী ত্রাণ শিবিরে মূলত লেবাননের পরিযায়ী শ্রমিকরা আশ্রয় নিয়েছেন। দুই সপ্তাহ রাস্তায় থাকার পর সিয়েরা একটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। সেখানে তার মতো ১৫০ জন মহিলা তাঁদের সন্তানদেরকে নিয়ে রয়েছেন। অন্ধকার, স্যাঁতসেঁতে কংক্রিটের গুদামের দেয়ালে গদি সারিবদ্ধ। সেখানের কোনও রকমে থাকতে হচ্ছে। সিয়ো লিওনিয়ান ভিন দেশ থেকে কাজের জন্য লেবাননে এসেছেন। তিনি বলেন, প্রায় ১০ দিন হয়ে গেল, আমি পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারিনি। আমার পরিবার আমাকে নিয়ে খুব চিন্তা করছে।
লেবাননে বসবাসকারী আনুমানিক ১৭৭, ০০০ পরিযায়ী শ্রমিক বাস করেন। ভিন দেশ থেকে শ্রমিকের কাজে তাঁরা মূলত লেবাননে রয়েছেন। লেবানন, জর্ডান এবং উপসাগরীয় অনেক দেশে এই ধরনের পরিযায়ী শ্রমিকের হদিশ পাওয়া যায়। পরিযায়ী শ্রমিকরা মূলত কোনও একটি সংস্থার মাধ্যমে বিদেশে আসেন। বিদেশ প্রবেশের পরেই সংস্থার পক্ষ থেকে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। যার ফলে লেবাননে যে ব্যাপক পরিমাণে পরিযায়ী শ্রমিক ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, তাঁরা চাইলেও দেশে ফিরে যেতে পারছেন না।