নিউ অরলিন্সের গণহত্যাকারীর কাঁপিয়ে দেওয়া ঘোষণা

নিউ অরলিন্সের গণহত্যাকারী কি ঘোষণা করেছেন?

author-image
Aniket
New Update
c

File Picture



নিজস্ব সংবাদদাতা: নিউ অরলিন্সের গণহত্যাকারী বড় ঘোষনা করেছেন। সে জানিয়ে দিয়েছিলেন, আইএসআইএসে যোগ দিয়েছে সে। এফবিআই জানিয়েছে, শামসুদ-দিন জব্বার ৩১ তারিখ সন্ধ্যায় হিউস্টন থেকে নিউ অরলিন্সে যান এবং তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে আইএসআইএসের প্রতি তার সমর্থন ঘোষণা করে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে।