নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েলে হামাস গোষ্ঠীর ক্রমাগত আঘাত, হানাহানি যুদ্ধের পরিস্থিতি লেগেই আছে। গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অনুপ্রবেশ রাতারাতি অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বহু মানুষ নিহত ও আহত হয়েছে।গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসে বুধবার ভোরে বিমান হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অধিকৃত পশ্চিম তীরে রাতভর অভিযানে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ফাতাহ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজা উপত্যকার এই ভয়ঙ্কর রূপের মাঝেই দেখা মিলল শান্তির বার্তা বাহকের। যেখানে দেখা গিয়েছে এক বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে ভগবান বুদ্ধের শ্বেত মূর্তি। ভগবান বুদ্ধ অর্থাৎ মোক্ষলাভের পথ, শান্তির বাহক।
এই ছবিটি তোলা হয়েছিল গাজায় চলা হামলার কিছুদিনের মধ্যে। কোনও এক ব্যক্তি সেই ছবি সামাজিক মাধ্যমে সেই ছবিটি শেয়ার করেন। তারপরে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন সেই ছবিটিকে তার 'এক্স' হ্যান্ডেলে শেয়ার করেন। তিনি লিখেছেন, '' ৭ই অক্টোবর #HamasISIS-এর ভয়াবহ হামলার পর, কিবুতজ কিসুফিমে গাই লেভির তোলা ছবিগুলোর একটি। ''