নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গত ৭ অক্টোবর ইজরায়েলের যে নাগরিকদের হামাস বন্দি করেছিল, তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। হামাস তাদের তরফে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিও থেকে ইজরায়েলের চার বন্দিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বন্দিদের মুক্তির জন্য ইজরায়েলের সরকারের ওপর আভ্যন্তরীণ চাপ বাড়ছিল। সেই পরিস্থিতি এই ঘটনা ইজরায়েল সরকারকে চাপে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।
/anm-bengali/media/media_files/Q2P1dYuUF08sFHfFNeB7.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)