নিজস্ব সংবাদদাতা: সোমবার রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে ইজায়েলের সেনাবাহিনী দক্ষিণ গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে। সাধারণ নাগরিকরা ইজরায়েলের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালেস্তাইন রেড ক্রিসেন্টের তরফে এমনটাই দাবি করেছে। টুইটারে তারা লিখেছে, দক্ষিণ গাজার বাসিন্দাদের এই রাত্রি নরকে পরিণত হয়েছে। ইজরায়েলের সেনাবাহিনীর হামলার পরেই তারা আহত নাগরিকদের হাসপাতালে নিয়ে যেতে শুরু করেছে। সেবা দিতে শুরু করেছে বলে জানা গিয়েছে। সোমবার অন্ধকার নামার পরেই ইজরায়েলের সেনাবাহিনী দক্ষিণ গাজায় হামলা শুরু করে। ইজরায়েলের সেনাবাহিনীকে হুকে দক্ষিণ গাজা থেকে তাদের মেডিক্যাল ত্রাণ সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। টুইটারে হু-য়ের প্রধান এমনটাই দাবি করেছেন। এই নির্দেশের ফলে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, ইজরায়েল দক্ষিণ গাজায় হামলার মাত্রা আরও বাড়াতে পারে।