চরম অমানবিক ইজরায়েল, গাজা থেকে ত্রাণ সরানোর নির্দেশ!

দক্ষিণ গাজা থেকে মেডিক্যাল ত্রাণ সরানোর নির্দেশ ইজরায়েলের সেনাবাহিনীর। ২৪ ঘণ্টার মধ্যে এই ত্রাণ সরিয়ে নিয়ে যেতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। হু-এর তরফে এই নির্দেশ প্রত্যাহার করার আবেদন করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
israel army edit.jpg

নিজস্ব সংবাদদাতা: টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ইজরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ গাজা থেকে মেডিক্যাল ত্রাণ সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। একটি নির্দেশে ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজার দুটি মেডিক্যাল গুদাম থেকে ত্রাণ সরিয়ে নিয়ে যেতে হবে। কারণ, তারা সেখান থেকে অভিযান চালাবে। হুয়ের তরফে একটা বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা ইজরায়েল সেনাদের কাছে এই আদেশ প্রত্যাহার করার আবেদন করছি। এই ত্রাণের মাধ্যমেই গাজায় আহত সাধারণ মানুষ সাহায্য পেয়ে থাকে। এখান থেকে ত্রাণ অন্যত্র সরিয়ে নিয়ে গেলে বিপাকে পড়বেন দক্ষিণ গাজার আহত নাগরিকরা।’ টুইটারের মাধ্যমে ইজরায়েল সেনাদের কাছে হু এই আবেদন করেছে।