নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রসঙ্গে এবার ভয়ঙ্কর দাবি করলেন ভূতত্ববিদরা। এই ভূমিকম্পের শক্তি সম্পর্কে কথা বলতে গিয়ে তারা জানিয়েছেন যে এই ভূমিকম্পের শক্তি প্রায় ৩০০ পারমাণবিক বোমার শক্তির সমান। ৭.৭ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০০ পারমাণবিক বোমার শক্তির সমান শক্তি নির্গত হয়েছে, এমনটাই জানিয়েছেন ভূতত্ত্ববিদ জেস ফিনিক্স।
/anm-bengali/media/media_files/2025/03/29/iJ3s1e7Laa70wEZEeRNb.jpg)
এই ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ''ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খাওয়ায় এই ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। আগামী কয়েক মাস এই অঞ্চলে আরও কম্পন ও আফটারশক (পরবর্তী ভূমিকম্প) হতে পারে।''