নিজস্ব সংবাদদাতা: ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা করেছে। সোশ্যাল মিডিয়ায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের তরফে জানানো হয়, যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ও তাঁদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা নেমে আসছে তা উদ্বেগের। পাশাপাশি জানানো হয়েছে, বাংলাদেশে আন্দোলনরত ছাত্ররা অনেক ক্ষেত্রেই সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন। তা প্রশংসার দাবি রাখে।