নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের দুর্ঘটনায় হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা বাড়ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, মৃতের সংখ্যা ১৫১।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি দেয়ালে ধাক্কা লেগে একটি বিমান রানওয়ে থেকে সরে গিয়ে বিস্ফোরণ হয়। এই ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে ওই বিমানে ১৮১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ক্রু সদস্য ছিলেন ৬ জন।