ফের থরথর করে কাঁপল নেপালের মাটি, মৃত ১৪৩

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানিয়েছেন, নেপালের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কাঠমান্ডুতে একটি বৈঠক ডেকেছেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কাঠমান্ডুতে ভূমিকম্প নিয়ে বৈঠক করেছেন।

author-image
SWETA MITRA
New Update
ssssss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নেপালে (Nepal) মৃত্যুলীলা যেন থামতেই চাইছে না। আবারও একবার ভয়ানক তথ্য দিল নেপাল পুলিশ। আজ শনিবার জানিয়েছে, দশমিক মাত্রার ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৩ জনের। শনিবার বিকেলে নেপালে . মাত্রার আরও আফটারশক অনুভূত হয়েছে। এটি কেবল আক্রান্ত জনগোষ্ঠীর মুখোমুখি চ্যালেঞ্জগুলিকে আরও বাড়িয়ে তুলেছে, এই অঞ্চলের স্থিতিস্থাপকতা আরও পরীক্ষা করেছে।