নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ এখনও পর্যন্ত শাসকবিহীন অবস্থায় আছে। বিএনপি, জামাত সহ আওয়ামী লীগ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনার কথা জানিয়েছেন সেনা প্রধান। এই আবু এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়ে দিয়েছেন যে সেনা সম্পর্কিত কোন সরকার তারা মেনে চলবে না।
রাষ্ট্রপতি শাসনও মানবে না তারা। মঙ্গলবার ভোরে নিজেদের ডাবের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। সূত্রের খবর, ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তথা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ জানিয়েছেন, ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার তারা গঠন করতে চায়। ডক্টর ইউনুস নাকি তাদের দাবিতে সায় দিয়েছেন।
এই নোবেল জয়ী ইউনুস হাসিনাকে স্বৈরশাসক বলে আখ্যাও দিয়েছেন। প্রসঙ্গত ২১ শে জুলাই থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ৪০০-এর গণ্ডি ছাড়িয়ে গেছে। এছাড়াও এখনও পর্যন্ত বিভিন্ন সংখ্যালঘু বসবাসকারী এলাকায় হামলার অভিযোগও উঠেছে।