বাংলাদেশের যুব সমাজের লাশ আজ রাজধানীর মাটিতে লুটোচ্ছে, দায় কার ? প্রশ্ন তুললেন অভিনেত্রী স্বস্তিকা

উত্তাল বাংলাদেশ।

author-image
Adrita
New Update
দ্রের

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তাল বাংলাদেশ। বিগত কয়েক দিন ধরেই অগ্নিগর্ভ বাংলাদেশের রাজধানী ঢাকা। সেখানের যুব সম্প্রদায় কোটা সংরক্ষণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবী করেছে। বাংলাদেশের যুব সমাজ বিক্ষোভে নেমেছে। রক্তাক্ত হয়েছে রাজধানীর রাজপথ। 

Anarchy in Bangladesh, Hasina regime on the brink, army says will stand by  people - India Today

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজ সোমবার পর্যন্ত সেদেশে বর্তমান পরিস্থিতির শিকার হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের। এমন অবস্থায় অন্যান্য দেশগুলিও তাদের বিনম্র প্রতিবাদ জানিয়েছে।

Bangladeshi prime minister wins 4th consecutive term after campaign marred  by violence | PBS News

প্রতিবাদে সামিল হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে, '' গুলি চালালে আর ভালো হবে না। সাত কোটি মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না, বাঙালি মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবে না। বঙ্গবন্ধু বলেছিলেন একথা, ইতিহাস কী নির্মম, মুজিবুর রহমানের ভূত বোধহয় তাড়া করছে বাংলাদেশ রাষ্ট্রকে, যেমন করে শেক্সপিয়ারের ডাইনিরা। ফিরে ফিরে এসে বলে যায় ললাট লিখন। কী দোষ ছিল আবু সইদের, কী করেছিল মুগ্ধ, সকলকে পানি বিতরণ করছিল, তাকে গুলি করলে। ''

তিনি আরও লেখেন, '' আজ গোটা বাংলাদেশের নুতন প্রজন্ম শালবৃক্ষের মতো সিনা টান করে, মানুষ হয়ে বাঁচতে, জান দিচ্ছে। দেওয়ালগুলো পড়ছি। 'আজ যদি মেট্রো হইতাম, তাহলে একটা বিচার পাইতাম' অথবা 'আমার খায় আমার পরে, আমার বুকেই গুলি করে।' যে প্রজন্ম কে শাপশাপান্ত করেছে সকলে, তারা স্বার্থপর, তারাই সবচেয়ে বেশি স্বার্থত্যাগ করে দেখাচ্ছে। বলছে- 'লাশের হিসাব কে দিবে? কোন কোটায় দাফন হবে ?' নজরুল ফিরে আসছেন র‍্যাপ মিউজিক হয়ে, ফিরে আসছে কাব্য, শ্লোগান। '' 

তিনি আরও লিখেছেন যে, '' ৫২, ৭১, ৯০তে বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি। ২৪ সালেও যাবে না। ওদের ভাষাতেই বলতে ইচ্ছে করে- শোক নয় দ্রোহ। আমি পাশে আছি, যেভাবে তোমরা বলবে, আমি পাশে আছি ফিলিস্তিনের পরাধীন মানুষের, পাশে আছি ইউক্রেনের, পাশে আছি আমার সোনার বাংলার। শান্তি ফিরুক। এক সাথে সব বাঙালি যেন এ গান গাইতে পারি, এই রক্ত আর যে চোখে সয় না। হায় মাতৃভূমি। '' 

Students renew Bangladesh protests, call for PM Hasina’s resignation

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। বিভিন্ন জেলায় শাসকদল আওয়ামি লিগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারীরা। 

March to Dhaka, the final battle: What Bangladesh students are planning -  India Today

Adddd