নিজস্ব সংবাদদাতা: চীনের কুদৃষ্টিতে থাকা দেশ তাইওয়ানে ভূমিকম্প হয়েছে। তাইওয়ানের হুয়ালিয়ানে ভূমিকম্প হয়েছে।
/anm-bengali/media/media_files/bCz25uLHpqsRQAzX1cp0.jpg)
স্থানীয় সময় ২৪ এপ্রিল সন্ধ্যা ৬ টা বেজে ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ ম্যাগনিটিউড। ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
Hualian | China | Taiwan