নিজস্ব সংবাদদাতা: গতকালই ক্যালিফোর্নিয়া সফর শেষে কোরিয়া পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সেই ক্যালিফোর্নিয়া সফরে গুরুত্ব পেল ইলন মাস্কের টেসলা। টেসলা ম্যানুফ্যাকচারিং পরিদর্শন করে দেখেন মন্ত্রী পীযূষ গোয়েল।
সেখানকার অভিজ্ঞতার কথা নিজেই জানান পীযূষ গোয়েল। নিজের এক্স হ্যান্ডেলে মন্ত্রী লেখেন, “প্রতিভাবান ভারতীয় ইঞ্জিনিয়ার এবং ফিনান্স পেশাদারদের সিনিয়র পদে কাজ করা এবং গতিশীলতা পরিবর্তনের জন্য টেসলার অসাধারণ যাত্রায় অবদান দেখে অত্যন্ত আনন্দিত। এছাড়াও Tesla EV সাপ্লাই চেইনে ভারত থেকে অটো কম্পোনেন্ট সরবরাহকারীদের ক্রমবর্ধমান গুরুত্ব দেখে গর্বিত বোধ করছি। ভারত থেকে এর উপাদান আমদানি দ্বিগুণ করার পথ আরও প্রস্বস্থ হবে বলেই আশা করছি”। একই সাথে ইলন মাস্কের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।