নিজস্ব সংবাদদাতাঃ শিশুরা দেশের ভবিষ্যৎ। তাই তাদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে আমাদের উচিত তাদের শৈশবকে চিন্তামুক্ত এবনহগ বিপদমুক্ত রাখা। তবে ইজরায়েলের গাজা শহর এই মুহূর্তে এইসব চিন্তা ভাবনার ঊর্ধ্বে। কেননা, সেই শহরে এখন বিশৃঙ্খলা। হামাস সন্ত্রাসবাদীদের হামালার কারণে সেখানে মৃত্যু হয়েছে বহু শিশুর। গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেকই ১৮ বছরের কম বয়সী।
গাজা শহরের চার সন্তানের মা সামাহ জাবর। ৩৫ বছর বয়সী তার বড় ছেলে এবং ১৩ বছর বয়সী ছোট ছেলের কুসায়ের জন্য চিন্তিত। তিনি জানিয়েছেন, '' সারাদিন ছেলে মেয়েদের নিয়ে ঘরের মধ্যে আতঙ্কে দিন কাটাই। খুব চিন্তা হয়। কবে এই বিপদ কেটে যাবে তা আল্লাহ-ই জানে। ''