নিজস্ব সংবাদদাতা: মেক্সিকোর ওক্সাকা রাজ্যের মাগডালেনা পেনাস্কোতে একটি বাস খাদে পড়ে গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। ওক্সাকা রাজ্যের রাজ্যপাল সলোমন জারা এই দুর্ঘটনার বিষয়ে শোক প্রকাশ করেছেন।
/anm-bengali/media/media_files/H2cshhaSCFvWIdP5ckgP.jpg)
তিনি বলেন, "আমাদের সরকারি কর্মীরা ইতিমধ্যেই উদ্ধার অভিযানে কাজ করছে এবং আহতদের সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে"। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, দুর্ঘটনার ফলে বাসের ওপরের অর্ধেক অংশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে অনুসন্ধান করছে। এই দুর্ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।