নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন জুড়ে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এবার ইউক্রেনের দ্রুজকিভকায় হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। যার ফলে, দ্রুজকিভকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুজকিভকার ৪ টি বাড়ি, ১ টি ডিসপেনসারি এবং ১ টি এন্টারপ্রাইজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ডোনেটস্কের আরএমএ প্রধান পাভলো কিরিলেনকো এই বিষয়ে জানিয়েছেন। উল্লেখ্য, ইতিপূর্বে ইউক্রেনের তরফে হামলা চালানো হয়েছে কুরাখোভ, টোরেটস্ক, মেরিনস্ক, সোলেদার, চাসোভি ইয়ার, লাইমান, কোস্তিয়ানতিনিভকা এবং ওচেরেটাইনে। এছাড়াও হামলার ফলে ডোনেটস্ক অঞ্চলের ১ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। আরও ১ জন আহত হয়েছেন।