নিজস্ব সংবাদদাতা: ১ মে কলম্বিয়ার অ্যামাজনে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ চারজন আদিবাসী শিশুকে জীবিত পাওয়া গিয়েছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো এই বিষয়ে জানিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/6462b532-1ce.jpg)
পেট্রো ট্যুইটারে বলেছেন, "আমাদের সামরিক বাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পর আমরা ১ মে দক্ষিণ কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার কারণে নিখোঁজ হওয়া চারজন শিশুকে জীবিত অবস্থায় খুঁজে পেয়েছি"।