২১ জন নিহত
চলতি মাসের শুরুতে খেরসন অঞ্চলে নোভা কাখোভকা বাঁধ ধসে কমপক্ষে ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
চলতি মাসের শুরুতে খেরসন অঞ্চলে নোভা কাখোভকা বাঁধ ধসে কমপক্ষে ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
খেরসন অঞ্চলের ৫৯৫ টি ঘরবাড়ি এখনও প্লাবিত রয়েছে।
বাঁধ ধসের জন্য কারা দায়ী তা নিয়ে রাশিয়া ও ইউক্রেন একে অপরের দিকে আঙ্গুল তুলছে। ইউক্রেনীয়রা ক্ষয়ক্ষতির পরিমাণ ১.৫ বিলিয়ন ইউরো অনুমান করে।
{{ primary_category.name }}