নিজস্ব সংবাদদাতা: সার্বিয়া-বসনিয়া সীমান্তের দ্রিনা নদীতে বৃহস্পতিবার অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
/anm-bengali/media/media_files/lm1hX8cNjnRrdMJ1ywAc.jpeg)
এই ঘটনায় এখনও পর্যন্ত এক শিশুসহ ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/EOExiQXg7GXDhvW055h3.jpeg)
আরও মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)