নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সে ধীরে ধীরে কমছে দাঙ্গার প্রকোপ। অন্তত এমনটাই মনে করছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। পুলিশ অফিসারের গুলিতে এক কিশোরের মৃত্যু হওয়ার পর ফ্রান্স জুড়ে বিক্ষোভ দেখা দেয়। কিছু জায়গায় বিক্ষোভ দাঙ্গার চেহারা নেয়। চলে ভাঙচুর ও লুটপাট। ফলে দেশের বিভিন্ন প্রান্তে ৪০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার হয় হাজারেরও বেশি বিক্ষোভকারী।
সোমবার দিন স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ফ্রান্সের শহরগুলিতে দাঙ্গার ঘটনা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় মোট গ্রেফতারির সংখ্যা ১৬০-এরও কম ছিল বলে জানিয়েছে মন্ত্রক। পাঁচ দিন ধরে টানা বিক্ষোভ ও দাঙ্গা চলার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ফলে আপাতত এমানুয়েল ম্যাক্রোঁর সরকার কিছুটা স্বস্তি পেয়েছে। যে কিশোরের মৃত্যুতে ফ্রান্স জুড়ে বিক্ষোভ চলছে, তার দিদিমাও দাঙ্গা বন্ধের জন্য অনুরোধ জানিয়েছেন।